বিশেষ প্রতিনিধি :
শেরপুরে অবৈধভাবে মজুত রাখা ২৪৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা শহরের শেখহাটি বাজারে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
জানা গেছে, দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য বিক্রি করে আসছিলেন নজরুল ইসলাম (৩৫)। তিনি সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে। অভিযোগ ছিল—গ্রাহকদের কাছে বরাদ্দকৃত চাল বিতরণ না করে তিনি জান্নাত এন্টারপ্রাইজ নামে দোকানে তা মজুত করে রাখতেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়ার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম জানান, ঘটনার সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
