ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সড়কে প্রায় প্রতি রাতেই ঘটে চলা ডাকাতির ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। কয়েকদিনের ব্যবধানে আবারও মহেশপুর–চৌগাছা সড়কে গাছ ফেলে পথ আটকিয়ে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের বেলেমাঠ বাজার পার হয়ে হুদোর মোড় এলাকায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগী ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার রাতে ফতেপুর গ্রামের খোরশেদের ছেলে বাবলু কলারোয়া থেকে পেয়ারা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হুদোর মোড় সংলগ্ন কালভাট এলাকায় পৌঁছালে ডাকাতরা সড়কে গাছ ফেলে তার আলম সাধুর গতিরোধ করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সাথে থাকা ৪৭ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি জানান, রাত দুইটার দিকে আরেকটি ট্রাক সেখানে পৌঁছালে ডাকাত দল সেই ট্রাক থেকেও টাকা-পয়সা লুট করে। পরে পুলিশ হটলাইনে কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। বর্তমানে আহত বাবলু মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিন রাতেই উপজেলার বিভিন্ন সড়কে ডাকাতির এমন ঘটনা ঘটছে, যা এলাকাবাসীকে চরমভাবে আতঙ্কিত করে তুলেছে। তারা দ্রুত এই ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, “গত কয়েক রাতে বিভিন্ন সড়কে কয়েকটি বিচ্ছিন্ন ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের গ্রেপ্তারের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক
