অনলাইন ডেস্ক :
এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১-০ গোলে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি আসে তরুণ তারকা শেখ মোরসালিনের পা থেকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সি-গ্রুপের এই ম্যাচটি দুই দলের জন্যই নিয়মরক্ষার হলেও মর্যাদার লড়াইয়ে ছিল বাড়তি উত্তেজনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। মাত্র ১১ মিনিটেই রাকিব হোসেনের দারুণ পাস থেকে বক্সের ভেতর সুযোগ পেয়ে গোল করেন মোরসালিন। ফলে প্রথমার্ধেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
ভারত বেশ কয়েক দফা আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ দৃঢ়ভাবে তা প্রতিহত করে। ২০ মিনিটে গোলরক্ষককে পেছনে ফেলে ভারতীয় মিডফিল্ডার লালিয়ারজুয়ালা শট নিলে তা গোললাইন থেকে মাথা দিয়ে ফিরিয়ে দেন হামজা চৌধুরী—যা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর একটি।
৩৬ মিনিটে তপু বর্মন ও ভারতের বিক্রম প্রতাপের মধ্যে ধাক্কাধাক্কিতে উত্তেজনা ছড়ালেও রেফারির হলুদ কার্ডে পরিস্থিতি শান্ত হয়। প্রথমার্ধের শেষে হামজার জোরালো শট অল্পের জন্য বাইরে গেলে ব্যবধান বাড়েনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায় ভারত। খেলোয়াড় পরিবর্তন করে আক্রমণের গতি বাড়ালেও বাংলাদেশের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ৬০ মিনিটে ব্রাইসনের মাথায় ওঠা বল সামান্য বাইরে গেলে বেঁচে যায় বাংলাদেশ।
৭৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে ইমনের নেওয়া শট ভারতীয় গোলরক্ষক কোনোমতে ঠেকিয়ে দেন। শেষের ছয় মিনিট ইনজুরি টাইমে প্রবল চাপ সামলাতে হলেও শেষ পর্যন্ত দৃঢ়তা ধরে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশের ফুটবলাররা—যা সাম্প্রতিক সময়ে ইনজুরি টাইমের হতাশা দূর করেছে।
এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। অন্যদিকে, কোনো জয় ছাড়াই সবার নিচে থেকে বিদায় নিয়েছে ভারত।
বাংলাদেশ একাদশ: মিতুল মার্মা (গোলরক্ষক), তপু বর্মন, শেখ মোরসালিন, হামজা চৌধুরী, রাকিব হোসেন, ফয়সাল ফাহিম, তারিক কাজী, সোহেল রানা (অধিনায়ক), জায়ান আহমেদ, সাদ উদ্দিন, শমিত সোম।
সূত্র: বাসস
