নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের ফেরিওয়ালা শাহিন মিয়া (২২)কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার এজাহারভূক্ত ২নং ও ৩নং আসামি ১, মোহাম্মদ জুনায়েদ (২৫) ও ২, রোমান মিয়া (২৮)’দ্বয়কে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় ফেরিওয়ালা শাহিন মিয়া (২২)’কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনার এজাহারভূক্ত ২নং ও ৩নং আসামি মোহাম্মদ জুনায়েদ (২৫), পিতাঃ আব্দুল কাদির, সাং-ফেদিয়ার কান্দি, উপজেলা নাসির নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া ও রোমান মিয়া (২৮), পিতাঃ আসমত আলী, সাং-ফেদিয়ার কান্দি, উপজেলা নাসির নগর, জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া’দ্বয়কে র্যাব-১ এর সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম শাহিন মিয়া (২২), পিতাঃ আক্তার মিয়া, সাং-ফেদিয়ারকান্দি, উপজেলা নাসিরনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া পেশায় একজন ফেরিওয়ালা। ঘটনার ০৩ দিন পূর্বে একই গ্রামের আরাফাত মিয়ার ভাতিজা মিলন মিয়ার মেয়ের একটি রুপার চেইন হারিয়ে যায়।
এ নিয়ে তারা ভিকটিম শাহিনকে চোর হিসেবে সন্দেহ করে আসছিল। গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১ ঘটিকায় ভিকটিম শাহিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে তার বাড়ি নাসিরনগরের ফেদিয়ারকান্দি গ্রামে যায়।
পরবর্তীতে উক্ত এলাকার আরাফাত আলী জোরপূর্বক ভিকটিম শাহিনকে চোর সন্দেহে তার ঘরে নিয়ে আটকে রাখে। এক পর্যায়ে ধৃত আসামীদ্বয় ও তার সহযোগীরা কয়েকজন মিলে ভিকটিম শাহিন মিয়া (২২)’কে এলোপ্যাথারী কিল, ঘুষি মারিয়া গুরুতর জখম করে।
ধৃত ৩নং আসামী পাথরের শীল দিয়া ভিকটিম এর বামপায়ে আঘাত করে ভিকটিম এর ৫টি আঙ্গলের হাড় ভেঙ্গে গুরুতর জখম করে। ধৃত ২নং আসামী মোহাম্মদ জোনায়েদ (২৫) ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিমকে বেদম কিল, ঘুষি, লাথি, মুড়া মারিয়া বুকে, পিঠে, তলপেটে এবং অন্ডকোষে গুরুতর জখম করে।
খবর পেয়ে পরিবারের লোকজন ভিকটিম শাহিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করে।
উক্ত ঘটনায় নাসিরনগর থানায় গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ ০১টি হত্যা মামলা রুজু হলে র্যাব-৩ এর গোয়েন্দা টিম কর্তৃক ছায়া তদন্ত শুরু করে ধৃত আসামিদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

