ডেস্ক নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ২১ হাজারেরও বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেটে এ তথ্য জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইসির তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন নেওয়া হচ্ছে। অ্যাপ চালুর পর আজ দুপুর পর্যন্ত এই অঞ্চলের মোট ২১ হাজার ৪৭ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ১৬৪ জন এবং নারী ১ হাজার ৮৮৩ জন।
এর আগে গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসীদের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করা হয়।
ইসির নির্ধারিত নিবন্ধন সময়সূচি: ১৯–২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ২৪–২৮ নভেম্বর: উত্তর আমেরিকা, ওশেনিয়া, ২১ নভেম্বর–৩ ডিসেম্বর: ইউরোপ, ৪–৮ ডিসেম্বর: সৌদি আরব, ৯–১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, ১৪–১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্য (সৌদি আরব ছাড়া)
পোস্টাল ব্যালট নিবন্ধন প্রক্রিয়া:
প্রবাসী ভোটারকে সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধন করতে হবে যেখান থেকে তিনি ভোট দিতে ইচ্ছুক। Google Play Store বা App Store থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য আপলোড করতে হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ব্যালট যেন সঠিক ঠিকানায় পৌঁছায়, সে জন্য নির্ভুল ঠিকানা দেওয়া বাধ্যতামূলক।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সুযোগ পেয়ে প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হওয়ার নতুন সম্ভাবনা দেখছেন।
এই বাংলা/এমএস
টপিক
