নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি’। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বক্তারা খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকা প্রদান এবং উৎপাদন থেকে বিপণন পর্যন্ত সার্বিক দিকনির্দেশনা তুলে ধরেন। তারা জানান, প্রযুক্তির সঠিক প্রয়োগ খামারিদের উৎপাদন বহুগুণে বাড়াতে সহায়তা করবে।
কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রাণী প্রদর্শনীতে স্থানীয় খামারিরা উন্নত জাতের গবাদিপশু, পোল্ট্রি ও অন্যান্য প্রাণী প্রদর্শন করেন। দর্শনার্থীরা প্রাণী পালন, পরিচর্যা ও বাণিজ্যিক সাফল্যের নানা দিক সম্পর্কে ধারণা লাভ করেন। প্রদর্শনীতে নানা জাতের পশু ও পাখি অংশগ্রহণ করায় খামারিদের মধ্যে উৎসাহ দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান বলেন, “প্রাণিসম্পদ খাত আমাদের গ্রামীণ অর্থনীতির অন্যতম স্তম্ভ। সরকারি সহায়তা ও প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে এই খাতকে আরও শক্তিশালী করতে উদ্যোগ অব্যাহত থাকবে।” তিনি খামারিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ ও নতুন প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মাহমুদুল হাসান মামুন, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত এবং পূর্বধলা দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি মো. আল আমীন। তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর এই আয়োজন গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক
