নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় টাঙ্গাইল জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে নাগরপুর উপজেলায় অনূর্ধ্ব-১৬ বালকদের ব্যাডমিন্টন ও ভলিবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা চত্বরে জেলা ক্রীড়া অফিস এ ফাইনাল খেলার আয়োজন করে। জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. মিজানুর রহমান লাভলু, মো. জাহিদ হাসান, মো. এরশাদ মিয়া, মো. রাজীব মিয়াসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।
ফাইনাল শেষে ব্যাডমিন্টন ও ভলিবল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আরাফাত মোহাম্মদ নোমান।
এই বাংলা/এমএস
টপিক
