ডুয়েটকে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার আহ্বান উপাচার্যের

0
128
এনহেন্সিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্স: প্রফেশনালিজম, অফিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন / ছবি - এই বাংলা

গাজীপুর প্রতিনিধি :


ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসনিক দক্ষতা ও গবেষণা-উদ্ভাবন বাড়িয়ে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

রোববার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর উদ্যোগে পুরাতন একাডেমিক ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত “এনহ্যান্সিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সিলেন্স: প্রফেশনালিজম, অফিস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নীতি, সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণ করে বলেন, শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাও বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তিনি বলেন, সময়োপযোগী প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই এ ধরনের সেমিনারের মূল লক্ষ্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে সচল রাখতে কর্মকর্তারা অন্যতম চালিকাশক্তি। সময়ানুবর্তিতা ও টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করেই সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০৩, সরকারি চাকরি বিধিমালা-১৯৭৯ এবং কর্মকর্তা-কর্মচারীদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ তুলে ধরেন।

অন্য একটি প্রবন্ধে কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. রেজাউল করিম দরপত্র, বাজেট প্রণয়ন, অডিট, অর্থ ছাড় ও বিল পেমেন্টসহ আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এর আগে শুভেচ্ছা বক্তা ও র‍্যাপোর্টিয়ার হিসেবে অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. শফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। সেমিনারে নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here