জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাজমুল হাসানের পদত্যাগ

0
55

ঝালকাঠি প্রতিনিধি :

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান টিটু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। নাজমুল হাসান টিটু ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা।

 

ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘‘আমি কোনো দলের নয়, বরং দেশের হয়ে কাজ করতে চাই। এমনকি শাহাদাতবরণ করলেও কোনো দলের পক্ষ নিয়ে নয়, দেশের পক্ষেই থাকতে চাই। বিপ্লবীদের ধারণ করার মতো বর্তমান রাজনৈতিক পরিবেশ না থাকায় আমি নিজেকে স্বতন্ত্র ও স্বাধীন রাখতে চাই; যাতে সব অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং নিজের বিবেকের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে পারি। আমি শহীদ ওসমান হাদী ভাইয়ের স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে নিজেকে সব সময় আত্মনিয়োগ করতে চাই।’’

 

তিনি আরও উল্লেখ করেন, ‘‘আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করলাম এবং নিজেকে জাতীয় নাগরিক পার্টির সকল কর্মকাণ্ড থেকে সরিয়ে নিলাম। এনসিপির জন্য শুভকামনা রইল।’’

 

এ বিষয়ে নাজমুল হাসান টিটু বলেন, ‘‘দলীয় রাজনীতি ছেড়ে জনগণের কাতারে চলে আসলাম। কোনো রাজনৈতিক দলের নয়, বরং জনগণের কণ্ঠস্বর হতে চাই। শহীদ ওসমান হাদীর স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়তে সব সময় লড়ে যাব এবং হাদী ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।’’

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here