কুড়িগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে সাহসিকতার প্রতীক নারী যোদ্ধা তারামন বিবির মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ১ ডিসেম্বর কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কাচারীপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসযন্ত্রের মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে জীবনের ইতি টানেন এই কিংবদন্তি মুক্তিযোদ্ধা। রাষ্ট্রীয় মর্যাদায় তারামন বিবিকে নিজ বাড়ির আঙিনায় সমাহিত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালে তাকে ‘বীরপ্রতীক’ খেতাব প্রদান করা হয়। কিন্তু দারিদ্র্য, দূরবর্তী এলাকায় বসবাস এবং পরিচয়সংক্রান্ত বিভ্রান্তির কারণে দীর্ঘ ২৫ বছর তিনি জানতেনই না যে রাষ্ট্র তাকে সম্মানিত করেছে। অবশেষে ১৯৯৫ সালের শেষ দিকে ঢাকায় এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার হাতে আনুষ্ঠানিকভাবে ‘বীরপ্রতীক’ পদক তুলে দেন।
১৯৫৭ সালে রাজিবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে জন্ম নেওয়া তারামন বিবির শৈশব কাটে চরম অভাব-অনটনের মধ্যে। সাত ভাইবোনের তৃতীয় সন্তান তিনি। জীবিকার তাগিদে অল্প বয়সেই অন্যের বাড়িতে কাজ করতে হলেও স্বাধীনতার ডাক তাকে টেনে নেয়। ১৯৭১ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে।
প্রথমদিকে মুক্তিযোদ্ধা ক্যাম্পে রান্না, খাদ্য সরবরাহ, যুদ্ধসামগ্রী লুকিয়ে রাখা এবং পাকিস্তানি হানাদারদের গতিবিধি সংগ্রহের দায়িত্ব পালন করতেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাইফেল চালানো শিখে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন এবং হয়ে ওঠেন প্রকৃতই এক সম্মুখসমরের যোদ্ধা।
দীর্ঘদিন তাকে খুঁজে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ময়মনসিংহের আনন্দমোহন কলেজের অধ্যাপক ও গবেষক বিমল কান্তি দে, কুড়িগ্রামের অধ্যাপক আবদুস সবুর ফারুকীর সহায়তায় ১৯৯৫ সালে তাকে খুঁজে পান। এরপর জাতির সামনে নতুন করে উন্মোচিত হয় তার বীরত্বগাথা।
তারামন বিবিকে নিয়ে সাংবাদিক ও লেখক আনিসুল হক রচনা করেন ‘বীর প্রতীকের খোঁজে’ গ্রন্থ। তার জীবন সংগ্রামই অনুপ্রেরণা হয়ে উঠে লেখকের জনপ্রিয় নাটক ‘করিমন বেওয়া’-এর প্রধান চরিত্রের ভিত্তি হিসেবে।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামসহ দেশজুড়ে আজ নানা আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে। স্বাধীনতার ইতিহাসে তারামন বিবি এক অনন্য বীরকন্যা—যার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ চিরদিন পথ দেখাবে নতুন প্রজন্মকে।
এই বাংলা/এমএস
টপিক
- তারামন বিবি
- বীরপ্রতীক
- স্মৃতি
- মৃত্যুবার্ষিকী

