খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে মাইসছড়ি ফুটবল টুর্নামেন্ট। আজ সোমবার বিকেলে মাইসছড়ি স্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ফাইনাল খেলায় অংশ নেয় মাইসছড়ি স্পোর্টিং ক্লাব ও মামা-ভাগিনা একাদশ। খেলায় এ দুই দলের টান টান উত্তেজনায় প্রথমার্ধে মামা-ভাগিনা একাদশ। খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় মামা ভাগিনা একাদশ।
খেলা শেষে রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল থেকে বিএনপির মেয়াদকালে খাগড়াছড়ি জেলায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। সেসব চিত্র তুলে ধরে ওয়াদুদ ভূইয়া আরও বলেন, তার মেয়াদকালে সড়ক যোগাযোগ, কৃষি, পর্যটন, শিক্ষাসহ গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করা হয়েছে।
আগামীতে নির্বাচিত হলে মাইসছড়িতে একটি স্টেডিয়াম করে দেয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক
