গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। শনিবার (০৬ ডিসেম্বর) দিনব্যাপী তিনি উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে সাধারণ পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ডিসি আরিফ-উজ-জামান যে কেন্দ্রগুলো পরিদর্শন করেন এর মধ্যে ছিল— ১৫৯ নং মহানাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১৫ নং মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৪ নং হরিদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজাইল গোপীমোহন বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৪০ নং তিতাগ্রাম-শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ পরিবেশ এবং সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক কার্যক্রম পর্যালোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন— গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শোভন সরকার, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার দেবনাথ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান
প্রশাসনের কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
এই বাংলা/এমএস
টপিক

