ঝালকাঠি প্রতিনিধি :
আদিপত্যবিরোধী আন্দোলনের নায়ক, বিপ্লবী যুলাই যোদ্ধা এবং ঝালকাঠির কৃতিসন্তান শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় আমরা ঝালকাঠিবাসী এর আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার বিকাল ৩টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমানসহ জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শরীফ ওসমান বিন হাদী ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠস্বর। তার আত্মত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে।
এই বাংলা/এমএস
টপিক

