ইবিতে মিউজিক অ্যাসোসিয়েশনের ‘কুয়াশার গান’ উৎসব অনুষ্ঠিত

0
247
সলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কুয়াশান গান’ উৎসব অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ইবি প্রতিনিধি :

লোক সংগীত, আধুনিক গান ও বাংলাছায়া ছবির গানসহ পাঁচ ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কুয়াশান গান’ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে ইবি মিউজিক অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন এমটু সলিউশন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষঠানে রবীন্দ্র-মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একদল শিক্ষার্থী ও ইবি মিউজিক অ্যাসোসিয়েশনে সদস্যরা গান পরিবেশ করেন।
এর আগে মিউজিক অ্যাসোসিয়েশনের সদস্যের ড্রামস,গিটার, কি-বোর্ড চালানো শেখানো হয়। এছাড়া গানের উপর ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, “ অনেকদিন পরে মিউজিক অ্যাসোসিয়েশন এত সুন্দর একটি আয়োজন করেছে, কুয়াশার গান প্রোগ্রামে এটেন্ড করতে পেরে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ জানাইছি মিউজিক অ্যাসোসিয়েশনকে, এত সুন্দর একটি আয়োজন করার জন্য।”

সংগঠনটির সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, “আমরা এই আয়োজনের মাধ্যমে বিজয়ের স্বাদ ও বিজয়ের আবেগকে সকলের সামনে তুলে ধরতে চাচ্ছি। এই শীত-কেন্দ্রিক একটি ঐতিহ্য ও বিজয়-কেন্দ্রিক একটি উৎসব, এই দুটোকে একসাথে করে আমাদের এই আয়োজন: এমটু সলিউশনস প্রেজেন্টস কুয়াশার গান।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here