গাইবান্ধার সাঘাটায় সাপের কামড়ে রফিকুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কচুয়া ইউনিয়নের পশ্চিম কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
রফিকুল ওই গ্রামের মরহুম আইজল সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জমিতে পানি দিচ্ছিলেন রফিকুল। এ সময় জমির এক পাশে গর্ত পূরণের সময় সাপ তাকে কামড় দেয়। তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার ঘটনাটি নিশ্চিত করেন।
এই বাংলা/এমএস
টপিক