Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ রূপরেখা

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নভেম্বরে গণভোটের কথা বলে একটি অশুভ শক্তি মাস্টারপ্ল্যান করছে। তারা শর্ত দিয়ে বিভ্রান্ত করে...
Homeরাজনীতিসনদকে অর্থবহ করতে জুলাইয়ের অগ্রসেনানীদের সংযুক্ত করতে হবে : মঈন খান

সনদকে অর্থবহ করতে জুলাইয়ের অগ্রসেনানীদের সংযুক্ত করতে হবে : মঈন খান

সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যদি আজকের প্রেক্ষাপটে আমাকে প্রশ্ন করেন, তাহলে বলতে হবে, আমি এ মুহূর্তের সৃষ্ট পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত মনে করছি। হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু সেটা বড় কথা নয়, বরঞ্চ আমি মনে করি সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই আজ হঠাৎ সবকিছুতেই একমত হয়ে যাবে, এটাও কোনো বাস্তবতা নয়। সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হচ্ছে, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘আরেকটি প্রশ্ন হচ্ছে আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না অথবা কেনইবা ফোকাল পয়েন্ট থেকে ডাইগ্রেস করে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম। তাছাড়া আরো প্রশ্ন আসবে, যাদের ওপরে এই সমন্বয়ের গুরুদায়িত্ব দেয়া হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন ছিল না? তদুপরি এ প্রশ্নও আসতে পারে যে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল এক্সারসাইজে যাওয়ার আদৌ কোনো প্রয়োজন ছিল, নাকি সেটা স্বল্পতম সময়ে অনুষ্ঠিত একই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকারের হাতে তুলে দেয়া অধিক যুক্তিযুক্ত হতো?’

এই বাংলা/এমএস

টপিক