Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ঝালকাঠি-২ আসনে এবি পার্টির মনোনীত প্রার্থী শেখ জামালের মতবিনিময় সভা

এইচ এম নাসির উদ্দিন, ‎ঝালকাঠি প্রতিনিধি : ‎ ‎আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী শেখ জামাল হোসেন নির্বাচনী কার্যক্রম শুরুর...
Homeদেশগ্রামগোদাগাড়ী উপজেলায় কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরণ

গোদাগাড়ী উপজেলায় কৃষকের মাঝে শাক-সবজির বীজ ও সার বিতরণ

জি.আর রওনক, রাজশাহী :

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কৃষকের মাঝে মাঠ ও বসতবাড়ি পর্যায়ে চাষের জন্যে আগাম শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।
সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ।

মরিয়ম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রথমে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ,তিনি কৃষিদের উদ্দেশ্যে বলেন চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার দেওয়ার মাধ্যমে কৃষকরা যেন উপকৃত হয় এবং সময়ের আগে ফসল ঘরে তুলতে পারে এজন্য সরকারের এই ব্যবস্তা কৃষকরা যেন লাভের মুখ দেখতে পাই। উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ বলেন কৃষকরা সঠিক সময়ে বীজ রোপন করতে পারে এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে এজন্য সরকারের এধরণের উদ্যোগ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মরিয়ম আহমেদ আরও বলেন, গোদাগাড়ী উপজেলার ৭১৫ জন কৃষককে বিনামূল্যে আগাম সবজির বীজ ও সার প্রদান করা হয়েছে।

এরমধ্যে ২১৫ জনকে বসতবাড়িতে লাগানোর জন্য এবং মাঠে ৫০০ কৃষককে লাগানোর জন্য শাক-সবজি বীজ দেওয়া হয়।

এছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি সার ১০কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। অন্যদিকে বসতবাড়িতে শাকসবজি চাষে আগ্রহী ২১৫ উপকারভোগীর মাঝে বেগুন, পালংশাক, লালশাক, মটরশুটি, লাউ, মূলা ও বাটিশাক-এই ৭ প্রকার সবজির বীজ ৫০০ গ্রাম করে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার, উপজেলা সহকারী কৃষি অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মরিয়ম আহমেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষানী।

গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ জানান, এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা আগাম সবজি উৎপাদনে উৎসাহিত হবেন এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে। চলতি অর্থবছরে রাজশাহী জেলায় ৬ হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য প্রণোদনা দেয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক