Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইত্যাদি এবার সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে

অনলাইন ডেস্ক : নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে...
Homeআইন ও বিচারশ্রীপুরে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা...

শ্রীপুরে ২০ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ, দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নকল প্রসাধনী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।

আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাওনা বাজার সড়কের বিসমিল্লাহ স্টোর ও সততা এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০ লাখ টাকার নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

পরে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩০, ৩১ ও ৪১ ধারায় ৩ লাখ টাকা এবং মেসার্স সততা এন্টারপ্রাইজকে একই আইনের ৩০, ৩১ ও ৪১ ধারাসহ বিএসটিআই আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী ও ফাহাদ হাসানসহ অন্যান্য কর্মকর্তা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, নকল ও নিম্নমানের প্রসাধনী ব্যবহার মানুষের ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আমরা বাজারে এসব ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। জনগণের নিরাপত্তা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

র‌্যাব কর্মকর্তারা জানান, জব্দ করা নকল প্রসাধনী পণ্য ধ্বংসের ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, জড়িত ব্যবসায়ীদের বিষয়ে আরও তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক