হুমায়ন খালিদ খান সবুজ :
মানিকগঞ্জের ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি গঠন ও নবগঠিত জেলা মুক্তিযোদ্ধা কমিটিকে সংবর্ধনা উপলক্ষে ‘মুক্তিযোদ্ধা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) বেলা ১২ টায় ঘিওর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের শুরুতে উপজেলার মুক্তিযোদ্ধাগণ ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নবগঠিত কমিটির আহবায়ক মো. মেজবাহ্ উদ্দিন খানকে ফুল দিয়ে বরণ করে নেন।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ্ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. আব্দুল মান্নান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা তুল ইসলাম ।
মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহবায়ক ড, মোঃ হায়দার আলী মিয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ সভাপতি এ্যাড, আবু কাউছার রেজা, উপজেলা সমাজ সেবা অফিসার জয় কৃষ্ণ সরকার প্রমুখ।
সমাবেশে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মো. আব্দুল মান্নান উপজেলা মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে ঘিওর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ্ উদ্দিন খানের নাম ঘোষনা করেন। অপর ৭ সদস্যের নামও সকলের মতামতের ভিত্তিতে অবিলম্বে প্রকাশ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
এই বাংলা/এমএস
টপিক