25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

সমবায় সমিতি মানুষের কল্যাণে কাজ করে থাকে -শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

আরও পড়ুন

::: খুলনা প্রতিনিধি  : ::

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সমবায় সমিতি মানুষের কল্যাণে কাজ করে থাকে। সমিতির প্রধান উদ্দেশ্য হলো সদস্যদের আর্থ-সামাজিক কল্যাণ নিশ্চিত করা। দেশের উন্নয়নে সমবায় সমিতির ব্যাপক অবদান রয়েছে। এ সমিতি যেন মেহনতি মানুষের জন্য অকল্যাণ বয়ে না আনে সেদিকে সংশ্লিষ্টদের নজর দিতে অনুরোধ করেন তিনি। গতকাল রবিবার সন্ধ্যায় খুলনার ফুলবাড়িগেট বণিকপাড়া খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

কেসিসি’র সাবেক প্যানেল মেয়র মোঃ মনিরুজ্জামান খান খোকন যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, খ্রীষ্টিয়ান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’র সভাপতি সাইমন তুষার সমবায় সমিতি’র সাধারণ সম্পাদক লরেন্স কুন্দা পল্টু অনুষ্ঠানে বক্তব্য রাখেন ।

 

এইবাংলা /তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর