25 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা

আরও পড়ুন

::: সিলেট প্রতিনিধি :::

“জগতের সকল প্রাণী সুখী হোক” গৌতম বৌদ্ধের এই মহান বাণীর সাথে মিল রেখে সমস্ত পৃথিবীর মানুষের জন্য শান্তি কামনার মধ্য দিয়ে  সিলেটে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ মে) বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ‘সিলেট বৌদ্ধ বিহারে প্রার্থনা ও ধমনির্দেশনা, ভিক্ষু সংঘের পিগুদান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়।

শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে এসএমপি‘র  পুলিশ কমিশনার  মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার) পিপিএম, বৌদ্ধ ধর্মালম্বীদের উদ্দেশ্যে শুভেচ্ছা উপহার প্রেরণ করেন। এসএমপি‘র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সুদীপ দাস,  কমিশনারের শুভেচ্ছা উপহার সিলেট বৌদ্ধ সমিতির প্রতিনিধিবৃন্দের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সভাপতি  ভদন্ত কল্যাণ জ্যোতি থের, ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জেসউয়াল, সিলেট খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান  নয়ন জ্যোতি চাকমা, সিলেট বৌদ্ধ বিহারের অধ্যক্ষ  ভদন্ত সংঘানন্দ মহাথের, সিলেট বৌদ্ধ সমিতির সহ-সভাপতি  চন্দ্র শেখর বড়ুয়াসহ অন্যান্য অতিথি ও ভক্তবৃন্দ।

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়।

এছাড়া  বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷।   আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  সুদীপ দাস । এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক  ডা. মামুন আল মাহতাব স্বপ্লীল, সিলেট এম এ জি ওসমানী মেডিকেলের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা: তুহিন বড়ুয়া তমাল, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-সিলেট অঞ্চল এর প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার রাজনৈতিক ব্যাক্তিবর্গ এবং ভক্তবৃন্দ।

এইবাংলা/ তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর