26 C
Dhaka
Thursday, October 2, 2025

রিসি সুনাকের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষাত

আরও পড়ুন

::: লন্ডন প্রতিনিধি :::

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার দুপুরে বৃটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাকের সাথে বৈঠকের জন্য লন্ডনের ক্রারিরেজ হোটেল থেকে রওনা দেন।  শুক্রবার বিকেলে কমনওয়েলথ সেক্রেটারিয়েট  লন্ডনের মার্লিবারো হাউজে  বৃটিশ প্রধানমন্ত্রী রিসি সুনাকের সাথে বৈঠক করে শেখ হাসিনা।

বৃটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঋষি সুনাকের মধ্যে প্রথম বৈঠক। ২০২২ সালের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক।

এরআগে একই স্থানে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে কমনওয়েলথ নেতাদের একটি ইভেন্টে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্লবোরো হাউসের ডেলিগেটস লাউঞ্জে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কমনওয়েলথ প্রধান বৃটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মতবিনিময় করেন।

পরে মার্লবোরো হাউসের বাগানে ফ্যামিলি ফটোসেশনে যোগ দেন শেখ হাসিনা। একই অনুষ্ঠানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে তার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে  বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম,  পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা  সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন । এরপর রাতে ব্রিটিশ রাজা প্রিন্স চার্লসের আমন্ত্রণে ডিনারে অংশগ্রহণ করেন তিনি।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা ও রানীর রাজ্যাভিষেকের আগে সরকার ও রাষ্ট্রপ্রধান বা বিদেশী প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লস এর সংবর্ধনায় যোগ দেন বিকাল ৫.১৫ মিনিটে।  বাকিংহাম প্যালেসে বর্ণাঢ্য  অনুষ্ঠানটি চলমান আছে। সেই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৃটেনের প্রধানমন্ত্রী রিচি সুনাকও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশের রাজা-রানি হিসেবে তৃতীয় চার্লস ও তার পত্নী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনে পৌঁছেছেন বৃহস্পতিবার রাতে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল ৪ মে স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় রওনা হয়। যুক্তরাষ্ট্র্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেসময় ব্রিটিশ সরকারের পক্ষে রাষ্ট্রদূত এলিসন ব্ল্যাকবার্ন উপস্থিত ছিলেন।

এইবাংলা/ হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর