25 C
Dhaka
Thursday, October 2, 2025

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

আরও পড়ুন

::: ঝিনাইদহ প্রতিনিধি :::

ঝিনাইদহের কোটচাঁদপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার এলাঙ্গী গ্রামের রবিউল ইসলামের ৪১ দিন বয়সী ছেলে রাফান ইসলাম, তার ভাগনী কালীগঞ্জ উপজেলার বলাকান্দও গ্রামের শাহিন হোসেনের মেয়ে খুকু মনি (৫) ও একই উপজেলার বড় ঘিঘাটি গ্রামের ভ্যানচালক সলেমান হোসেন।

এ সময় নিহত রাফানে মা রিমা খাতুন ও দাদী শিউলি বেগমসহ আরও ৫ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলা সদরে ডাক্তার দেখিয়ে আজ দুপুর ১২টার দিকে ৮ জন ভ্যানযোগে বাড়ি ফিরছিল। এসময় কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এলাঙ্গী নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান ভ্যানটিকে চাপা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঘাতক পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এইবাংলা /তুহিন. সিপি

- Advertisement -spot_img

সবশেষ খবর