মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের ফলে ভারতের রফতানিতে ধস নেমেছে। গত চার মাসে রফতানি প্রায় ৪০ শতাংশ কমেছে। আর সেপ্টেম্বরে তা নেমে এসেছে ২০ শতাংশে।
গত ২৭ আগস্ট ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ৫০ শতাংশ শুল্ক কার্যকর করে। এর মধ্যে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্কও অন্তর্ভুক্ত ছিল। এরপর সেপ্টেম্বর মাসেই শুল্কের পূর্ণ প্রভাব ভারতীয় রফতানিতে দেখা যায়।
দিল্লিভিত্তিক গবেষাণামূলক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)-এর অজয় শ্রীবাস্তব বলেছেন, ‘শুল্ক বৃদ্ধির পর থেকে ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বাজারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র।’
আগামী মাসের মধ্যে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। জিটিআরআই-এর মতে, শুল্কের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বস্ত্র, রত্ন ও অলংকার, প্রকৌশল পণ্য এবং রাসায়নিকের মতো শ্রম নির্ভর খাতগুলোতে। এই খাতগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
যুক্তরাষ্ট্রে পণ্যের চালান টানা চার মাস ধরে হ্রাস পেয়েছে। গত মে মাসে রফতানির পরিমাণ ছিল ৮.৮ বিলিয়ন ডলার। সেপ্টেম্বরে তা ৩৭.৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫.৫ বিলিয়ন ডলারে। রফতানি হ্রাসের প্রভাব ভারতের বাণিজ্য ঘাটতিতেও পড়েছে। যা সেপ্টেম্বরে ১৩ মাসের সর্বোচ্চ ৩২.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
সংযুক্ত আরব আমিরাত ও চীনেরমতো দেশগুলোর সাথে বাণিজ্য কিছুটা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে রফতানি হ্রাস কিছুটা সামাল দেয়া সম্ভব হয়েছে।
এদিকে, বেশ কিছু মতপার্থক্যের কারণে কয়েক মাস ধরে স্থবির থাকার পর গত মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু হয়েছে। আলোচনার জন্য একটি ভারতীয় প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে।
সূত্র : বিবিসি
এই বাংলা/এমএস
টপিক