::: ফটিকছড়ি প্রতিনিধি :::
ফটিকছড়ি উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম সমুন্নত রাখতে দশ দফা দাবিতে প্রাক্তন ও বর্তামান শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার (১লা মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮২ ব্যাচের ছাত্র সাবেক শিক্ষক নুর হোসেন।
সাবেক ছাত্র মোস্তফা কামরুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, তরুণ উদ্যোক্তা ইফতেখার চৌধুরী, বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবু রায়হান চৌধুরী, সাবেক পরিচালনা পরিচালনা পরিষদ সদস্য নূর মোহাম্মদ, আফতাব উদ্দীন, নাজমুল মিল্লাত৷
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন পল্লী চিকিৎসক বাবর মোহাম্মদ। এসয় উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ, এমরান, বেলাল, আবুল বশর, ডা: ইকবাল, মোহাম্মদ সাহেদসহ বিদ্যালয়ের ৯৪ ব্যাচ থেকে ২০২২ ব্যাচের ৫ শতাধিক শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো- সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার কারণ উদঘাটন করে ন্যায় বিচার নিশ্চিত করা। বিতর্কিত কমিটি ভেঙে দিয়ে সবার মতামতের ভিত্তিতে যোগ্য ব্যক্তিদেরকে স্কুল পরিচালনা কমিটিতে নিযুক্ত করা ; শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করা। বিতর্কিত ব্যক্তিদেরকে আজীবনের জন্য স্কুল পরিচালনা কমিটি থেকে বাদ দেওয়া।
মঙ্গলবার ২ মে সকালে এসব দাবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি দেন তারা।
উল্লেখ্য, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের স্টোক জনিত মৃত্যু নিয়ে গেল শনিবার দুপুরে শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে স্কুলের শতশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দাবি করেন অধ্যক্ষের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া প্রতিষ্ঠানের সভাপতির অধ্যক্ষের সাথে অকথ্যভাষার ফোনালাপ এবং স্ট্রোক করার কয়েক ঘন্টা আগে এসএসসি ব্যাচের বিদায় অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা ঠিকাদার শহীদুল্লাহ অধ্যক্ষকে অপমান করে প্রায় ৪০ মিনিটের বক্তব্যের কারণে মানসিক ট্রমায় অধ্যক্ষের মৃত্যু হয়েছে।
এইবাংলা/ তুহিন.সিপি