25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

কবির বিন আনোয়ারের উপস্থিতিতেই নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ

আরও পড়ুন

::: আল আমিন,নাটোর প্রতিনিধি: ::

বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোঃ কবির বিন আনোয়ারের উপস্থিতিতে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের কান্দিভাটাস্থ জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির জেলা শাখার স্মাট কর্ণার উদ্বোধনকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকদের মধ্যে এই সংঘর্ষে ঘটনা ঘটে।

এসময় উভয়পক্ষের কর্মী সমর্থকরা কয়েক দফায় চেয়ার ছোঁড়াছুঁড়ি ও লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়িয়ে পড়ে। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবিন বিন আনোয়ার উভয় পক্ষের মধ্যেকার সংঘর্ষ থামানোর চেষ্টা করেন।

এসময় তিনি জেলা সৈনিকলীগের সভাপতি আমিরুল ইসলাম জনিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি ও উপজেলা চেয়ারমান শরিফুল ইসলাম রমজান তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের থামনোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামীলীগের স্মাট কর্ণার উদ্বোধন ও আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় ও দিক নির্দেশনা দেওয়ার জন্য নাটোরে আসেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব মোঃ কবির বিন আনোয়ার।

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে আসার কথা থাকলে তিনি অনুষ্ঠান স্থলে আসেন বেলা ১টার দিকে। দলীয় কার্যালয়ে এসেই তিনি ফিতা কেটে আওয়ামীলীগের জেলা শাখার স্মার্ট কর্ণার উদ্বোধন করেন। এসময় রমজান ও শিমুল সমর্থকরা সেখানে তাদের নিজ নেতাদের নামে স্লোগান দিতে থাকেন। পরে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা মঞ্চের দিকে যাওয়ার সময় রমজান ও শিমুল গ্রুপের কর্মী-সমর্থকরা স্লোগান ও আসনে বসাকে কেন্দ্র করে দ্বন্দে জড়িয়ে পড়েন।

এসময় তারা একে অপরের দিকে চেয়ার ছোঁড়াছুঁড়ি ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এসময় সেখানে উপস্থিত সাবেক মন্ত্রী পরিষদ সচিবসহ সিনিয়র নেতারা তাদেরকে থামানোর চেষ্টা করেন। এতে তারা কর্ণপাত না করে হামলা অব্যাহত রাখে। পরে সাবেক সচিব কবির বিন আনোয়ার মঞ্চ থেকে এসে নেতাকর্মীদের থামানোর চেষ্টা করেন।  তার সাথে জেলা সৈনিকলীগের সভাপতি আমিরুল ইসলাম জনির ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার কর্মী সমর্থকদের থামানোর চেষ্টা করেন এবং পার্টি অফিস থেকে তাদেরকে বের হয়ে যেতে বলে। কিন্তু শিমুল সমর্থকরা পুনরায় পার্টি অফিসে ঢুকে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো- চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবিন বিন আনোয়ার।

স্মাট কর্ণার উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার বলেন, আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। সেই সংগঠনের নেতাকর্মী হয়ে এমন আচরণ করা সমীচিন নয়। বাংলাদেশ নামক রাষ্ট্রটির অবস্থা এক সময় খুব নাজুক ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সেই অবস্থা থেকে তুলে এনে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর দায়িত্ব পেয়ে এখানে এসেছি। আশা করছি, এখানেও দলের ভেতর কোন সমস্যা থাকবে না। নির্বাচনে আওয়ামীলীগকে জয়ী কারার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর হিসেবে নির্বাচিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের সঞ্চলনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর -২ আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল,নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার,নাটোর পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উমা চৌধুরী জলি,জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু সহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, ২০২০ সাল থেকে জামায়াত বিএনপির লোকজন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলেরর সাথে উঠাবসা করছে। আজ স্মাট কর্ণার উদ্বোধনশেষে আলোচনা সভা শুরুর প্রাক্কালে আওয়ামীলীগ পরিবারের নের্তৃবৃন্দদেরকে চেয়ার থেকে তুলে দিয়ে চেয়ার ছোড়াছুড়ি করে। পরে তারা আওয়ামীলীগের পার্টি অফিসে লাঠিসোটা নিয়ে আওয়ামীলীগ নের্তৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। এরআগে তারা পার্টি অফিসে আসেনি, এই ধরণের ঘটনা ঘটেওনি। তারা আজ পরিকল্পিতভাবে পার্টি অফিসে এসে হামলা চালিয়েছে। আমি এই সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।

তিনি আরো জানান, পার্টি অফিসের সমস্ত ঘটনা সিসিটিভি ফুটেজে ধারণকৃত রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অপরদিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল জানান, রমজান সাহেবের অভিযোগ মিথ্যা ভিত্তিহীন, বানোয়াট। জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ জেলা সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনিকে থাপ্পড় মারায় এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তিনি নিজে উদ্যোগী হয়ে এই সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। দলের ত্যাগী নেতাকর্মীরা তার সাথেই আছে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ জানান, অনুষ্ঠানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্য সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এইবাংলা /তুহিন

- Advertisement -spot_img

সবশেষ খবর