মাহফুজুল হক পিয়াস, ইবি প্রতিনিধি :
এমপিওভুক্ত শিক্ষকদের চলমান তিন দফা দাবির প্রতি সংহতি জানিয়ে দ্রুত আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার (১৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজোয়ান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, শিক্ষকদের মূল বেতনের ওপর ২০ শতাংশ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকায় উন্নীতকরণ এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি—এই তিন দফা দাবির যৌক্তিকতা অস্বীকার করার সুযোগ নেই। দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এসব দাবি এখন সময়ের দাবি।
গ্রীণ ফোরামের নেতৃবৃন্দ বলেন, “শিক্ষকরা জাতির মেরুদণ্ড। তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রেখে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।” তারা আশা প্রকাশ করেন, সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহল অবিলম্বে আন্দোলনরত শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসে একটি সম্মানজনক ও স্থায়ী সমাধান নিশ্চিত করবেন।
সংগঠনটি আরও জানায়, অন্তর্বর্তী সরকার শিক্ষক সমাজের ন্যায্য দাবি সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে এবং চলমান আন্দোলন শান্তিপূর্ণ ও সমাধানমুখী প্রক্রিয়ায় রূপান্তরিত হবে।
বিবৃতিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানকে স্থিতিশীল রাখতে এবং শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক