ঝালকাঠি প্রতিনিধি :
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ড. মুহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন। এই সরকারের মাধ্যমে নির্বাচনো অবৈধ হবে। এই নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারাও অবৈধ হবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান এ কথা বলেন। তিনি আরো বলেন বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান।
৫ দফা বাস্তবায়নের দাবিতে ঝালকাঠির চাঁদকাঠী থেকে সাধনার মোড় এক কিলো মিটার পর্যন্ত মানববন্ধনে কয়েক শতাধিক জামায়াত নেতাকর্মীরা অংশগ্রহন করে।
এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল হক,নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাই, সদর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার,সদর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক