Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ইত্যাদি এবার সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে

অনলাইন ডেস্ক : নব্বই দশক থেকেই শিকড়ের সন্ধানে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে...
Homeসারাদেশশিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে নীলফামারীতে শিক্ষক-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ

নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের বর্বর হামলার প্রতিবাদে নীলফামারীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

এতে টুপামারী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহাব সভাপতিত্বে বক্তব্য দেন চাঁদের হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়ালিউর রহমান হেলাল, নীলফামারী বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কিসামত চড়াইখোলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আজিজ, এমডিআর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বারুনীর ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রনাথ রায় মিরু, উত্তর চওড়া স্কুল এন্ড কলেজের শিক্ষক মোর্শেদ আজম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের আন্দোলনে পুলিশের হামলা অমানবিক ও নিন্দনীয়। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত জাতীয়করণের দাবি জানান।

সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহন করেন। এর আগে একটি প্রতিবাদ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষীন করে।

এই বাংলা/এমএস

টপিক