নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সিংদই দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার মো. ফজলুল করিম ও সাবেক সভাপতি হেদায়েত আলী শাহ ফকিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য ও স্থানীয়রা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার (১৪ অক্টোবর) সকালে নীলফামারী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা দেন প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মশিউর রহমান শাহ্ ফকির, রজব আলী, দাতা সদস্য সাদ্দাম আলী, আরাফাত হোসেন প্রমুখ।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২৫ বছর ধরে মাদ্রাসার ৩ একর ফসলি জমির আয়-ব্যয়ের কোনো হিসাব দেননি সুপার ফজলুল করিম। এ সময় আনুমানিক ২০ লাখ টাকার বেশি আয় হলেও তা ব্যাংক হিসাবে জমা না রেখে আত্মসাৎ করেন। এছাড়াও মাদ্রাসার জমির মাটি বিক্রি করে ব্যক্তিগতভাবে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়।
অভিভাবক সদস্য মশিউর রহমান শাহ্ ফকির বলেন, মাদ্রাসার ছাত্র–ছাত্রীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়, ভুয়া দলিল তৈরি এবং গোপনে নতুন কমিটি গঠনের পাঁয়তারা চলছে।
অভিযোগের ভিত্তিতে একাডেমিক অফিসার মো. গাজিউর রহমান তদন্ত করলেও তিনি পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিল করেন । এছাড়াও তদন্ত প্রতিবেদনে অধিকাংশ দুর্নীতির বিষয় গোপন করা হয়েছে। এ কারণে নতুনভাবে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
এই বাংলা/এমএস
টপিক