24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বাজার মনিটরিং, খাতুনগন্জে অভিযান

আরও পড়ুন

::: খান মোহাম্মদ আবদুল্লাহ :::

খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলা প্রশাসন অভিযান চালিয়েছে।

আজ বুধবার (২২ মার্চ) সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত খাতুনগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

এইসময় বাজার মূল্যর চেয়ে চড়া দামে ভোগ্যপন্য বিক্রি , মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় রশীদ অসংরক্ষনের মতো অনিয়মের অপরাধে জুয়েল এন্টারপ্রাইজকে- ১০,০০০ টাকা ,হাজী জসিম ট্রেডার্সকে ৫,০০০ টাকা ,এফ সি ট্রেডার্সকে ৫,০০০ টাকা ,আল মদিনা ট্রেডার্সকে ৫,০০০ টাকা এবং আল্লাহর দানকে ২০০০ টাকায় মোট ৫ টি মামলায় ২৭,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্টে ভোজ্য তেল, , চাল, চিনি, পেঁয়াজ, খেঁজুর, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো উমর ফারুক বলেন, বাজারে বিভিন্ন দোকানে জরিমানা করার পাশাপাশি পুরো মাস জুড়ে মনিটরিং অব্যাহত থাকবে। এছাড়াও বাজারে পাইকারি এবং খুচরা বেবসায়ীর মধ্যে মধ্যসত্ত্বকারী একটা সিন্ডিকেট আছে যারা পণ্যের দাম বৃদ্ধিতে অনেকাংশে দায়ী। যাদের মাধ্যমে একটা প্রোডাক্ট এর দাম বিভিন্ন হাত বদল হয়ে দাম বাড়তে থাকে। এই বিষয়টি গুরত্বসহকারে নিয়ে এদের ট্রেড লাইসেন্স চেকিংসহ পরবর্তিতে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, এছাড়াও সরবরাহ কমার অজুহাতে যাতে জিনিসপত্রের দাম বাড়াতে না পরে সেই বিষয়েও লক্ষ্য রাখা হচ্ছে এবং নিয়মিত মনিটরিং করা হবে।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, রমজানে দ্রব্য মূল্যের উর্ধগতি ঠেকাতে মহানগর ও উপজেলায় ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে। ইতিমধ্যে আমরা বাজার নিয়ন্ত্রণের জন্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে মিটিং করেছি। আমরা এর সুফলও পাচ্ছি। চাহিদা অনুযায়ী বাজারে পণ্য সরবরাহ চলমান রয়েছে। বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এইবাংলা/হিমেল

- Advertisement -spot_img

সবশেষ খবর