25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

চট্টগ্রাম -৮ আসনের উপ নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেতে ফরম নিলেন ২৫ মনোনয়ন প্রত্যাশি

আরও পড়ুন

::: খান মোহাম্মদ আবদুল্লাহ :::

বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম–৮) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে ২৫ জন প্রার্থী ফরম নিয়েছেন।

আজ সোমবার (২০ মার্চ) মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনেই এসব মনোনয়ন সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

মনোনয়ন সংগ্রহ করা ২৫ প্রার্থীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচলাইশ আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইমরান, প্রয়াত আওয়ামী লীগ নেতা সেকান্দর হায়াত খানের ছেলে আশেক রসুল খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, দক্ষিণ জেলার সহ সভাপতি সাইফুদ্দিন রবি, নগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত আবদুল কাদের, আবুল কালাম৷  যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য  ব্যারিস্টার  মনোয়ার হোসেন, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম, ফয়সাল আহমেদ চৌধুরী, শিরিন আহমেদ, বিজয় কুমার চৌধুরী,মোস্তাফিজুর রহমান  প্রমুখ।

- Advertisement -spot_img

সবশেষ খবর