Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ১ জেলেকে কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :   সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময়...
Homeখেলা-ধুলানীলফামারীতে ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে স্পোর্টস ব্যাগ বিতরণ

নীলফামারীতে ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে স্পোর্টস ব্যাগ বিতরণ

নূরে আলম বাবু, নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর ফুটবলপ্রেমী তরুণদের উৎসাহিত করতে জেলা পরিষদের উদ্যোগে দুই একাডেমির ১৫০ জন খেলোয়াড়ের মাঝে স্পোর্টস ব্যাগ বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নীলফামারী ফুটবল একাডেমি ও ওহাব ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে মানসম্মত পানির পাত্র ও টিফিন বক্সসহ স্পোর্টস ব্যাগ তুলে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় তিনি বলেন, “আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় মনোযোগী হতে হবে। তাদের সুস্থ ও সুন্দর জীবন গড়তে জেলা প্রশাসন ও জেলা পরিষদ একসঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

ক্রীড়া সংগঠক ও বিজ্ঞ সরকারি কৌশলী (জিপি) অ্যাড. আবু মো. সোয়েম বলেন, “জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে নীলফামারীতে ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে—এটি আমাদের সবার জন্য বড় পাওয়া। ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।”

অনুষ্ঠানের সঞ্চালক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির পাশাপাশি ক্রীড়া বিকাশেও জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করছে এবং এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম ও ক্রীড়া ব্যক্তিত্ব ভুবনমোহন তরফদার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এই বাংলা/এমএস

টপিক