দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (১২ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে যমুনা নদীতে অভিযান চালানো হয়।
এ সময় নৌ পুলিশ ও দৌলতপুর থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে।
উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী জানান, অভিযানে ইলিশ শিকারে ব্যবহৃত প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬ কেজি ইলিশ জব্দ করা হয়।
জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য সম্পদ সুরক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অধিদপ্তর।
এই বাংলা/এমএস
টপিক