মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির উদ্যোগে ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের গ্রামীন মহিলাদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক ফজলু সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী মনিরের সঞ্চালনায় প্রধান অতিথী ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল আউয়াল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন আমেরিকান প্রবাসী ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এটিএম মনজুরুল হক বাহার, বিএনপি নেতা নুর হোসেন, আবদুর রহিম বাবলু, স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা সদস্য আরিফ চৌধুরীসহ প্রমুখ।
বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ধানের শীর্ষে ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন। স্বৈরাচারী সরকার আর দেশে আসবেনা। ওরা অতীততে পলায়ন করেছে এবার ও তাই। জনগণ ওদের আর গ্রহণ করবে না।
এই বাংলা/এমএস
টপিক