Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ১ জেলেকে কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :   সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ১ জেলেকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময়...
Homeঅপরাধঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি : মূল হোতা...

ঢাকা থেকে চুরি করা ট্রাক যশোরে এনে কেটে বিক্রি : মূল হোতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি :

ঢাকা থেকে চুরি করা একটি ট্রাক যশোরে এনে কেটে বিক্রি করার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ট্রাক কাটা চক্রের মূল হোতা মাসুদ আলম (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিবি যশোর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাটি ঘটে শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার বকচর এলাকায় শাহজাদা মোটরস নামে পুরাতন মোটর পার্টসের মাঠে।

ডিবি সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা একটি চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন, জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা যশোর ডিবির সহযোগিতা কামনা করেন। মামলাটিতে চুরি হওয়া ট্রাকটির (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১১-৭৪৭২) অবস্থান যশোরে থাকার তথ্য পাওয়া যায়।

পরে ডিবি যশোরের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া নেতৃত্বে ও এসআই অলক কুমারদের সমন্বয়ে একটি চৌকস টিম পুলিশি কৌশল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহজাদা মোটরসের মাঠ থেকে ট্রাকটির ইঞ্জিন ও বডি জব্দ করে এবং মাসুদ আলমকে গ্রেপ্তার করেন।

জিজ্ঞাসাবাদে মাসুদ আলম স্বীকার করেন যে, ট্রাকটির সামনের কেবিন অংশ শহরের মুড়লী মোড়স্থ আমিনের গ্যারেজে রাখা আছে। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কেবিন অংশটিও উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত মাসুদ আলমের বাড়ি যশোরের পূর্ব বারান্দী পাড়া এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে পুরাতন গাড়ির যন্ত্রাংশ ব্যবসার আড়ালে চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে উদ্ধারকৃত ট্রাক ও গ্রেপ্তার আসামিকে জেলা ডিবি (দক্ষিণ) ঢাকা শাখার কাছে হস্তান্তর করা হয়।

ডিবি যশোরের কর্মকর্তারা জানিয়েছেন, চোরাই যানবাহন উদ্ধার ও সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এই বাংলা/এমএস

টপিক