ঝালকাঠি প্রতিনিধি :
সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ও ঝালকাঠি-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেছেন, এদেশের শান্তি প্রিয় মানুষ নিরাপত্তা চায়,শান্তি চায়, বিএনপির শাসন চায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (১২ অক্টোবর) সকালে নলছিটিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা’ জনগণের মাঝে তুলে ধরতে গণসংযোগে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য ইলেন ভুট্টো বলেন,আমি কখনো চাঁদাবজী , সন্ত্রাসী , নৈরাজ্য করিনাই।জনগণ যেটা চেয়েছে সবসময় সেটা করেছি।ভুট্টাো সাহেবের অসমাপ্ত কাজ শেষ করেছি। ঝালকাঠির-২ আসনের সোনার মানুষরা আমাকে ক্ষমতা দিলে আমি সবসময় তাদের পাশে থাকবো। আমি এদের ভালোবাসা পেয়েছি।
গণসংযোগকালে উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক