চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গত শনিবার পর্যন্ত ৮ দিনে ১৬ দফায় অভিযান পরিচালিত হয়েছে। এ ৮ দিনের অভিযানে মোট ৫০ হাজার মিটার কারেন্ট জাল বিনষ্ট, ২১ কেজি মা ইলিশ জব্দ ও নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা কার্যালয়ের যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। উপজেল সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী শামিম আরফিন, চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত থেকে এসব ইলিশ রক্ষা অভিযান সম্পন্ন করেছেন।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যাবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্যা এমদাদুল্লাহর দিক নির্দেশনায় এবং জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা যায়, গত ৮ দিনে ইলিশ রক্ষায় উপজেলা পদ্মা নদীতে ১৬ দফায় অভিযান পরিচালনা করেন প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল পদ্মা পারে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমান আদালত।
এছাড়া ২১ কেজি মা ইলিশ মাছ জব্দ করার পর তা উপজেলার হাজীডাঙ্গী মাদ্রাসা, বাদুল্ল্যা মাতুব্বর ডাঙ্গী মাদ্রাসা ও স্থানীয় একটি মহিলা মাদ্রাসার এতিমখানায় বিতরন করা হয়।
একই সাথে মা ইলিশ নীধনের দায়ে মোঃ সুমন (২৬), করিম শিকদার (৫৫), আলমগীর জমাদ্দার (৪০) ও শাহ জালাল শেখ (৩৫) এদের প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সূত্র জানায়, গত ৮ দিনে উপজেলা পদ্মা নদীর দিয়ারা গোপালপুর মৌজার জলমহল, ভাটি শালেপুর, চরশালেপুর, উজান শালেপুর, চরহরিরামপুর, হাজারবিঘা চর, নমুর ছ্যাম, জাকেরের সুরা, চর হাজিগঞ্জ, চর তাহেরপুর, চর মির্জাপুর ও চরকল্যানপুর সহ বিভিন্ন জল সীমানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
ইলিশ রক্ষায় প্রতিদিন দু’দফায় অভিযান পরিচালনা করা হচ্ছে। রবিবার উপজেলা মৎস্য অফিসার নাইম হোসেন বিপ্লব জানান, “ এ বছরের মতো পদ্মা নদীতে এতো ঘন ঘন অভিযান বিগত দিনে খুব কমই হয়েছে। সকলের সহায়তা পেলে আমরা ইলিশ সম্পদ রক্ষায় সফল হতে পারবো”।
এই বাংলা/এমএস
টপিক