25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ফের আবেদন

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করেছেন তার পরিবার। এ নিয়ে ষষ্ঠবারের মতো সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে পরিবার। খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার সোমবার (৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদন করেছেন।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, আবেদনটি তিনি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আইন মন্ত্রণালয় মতামত দেয়ার পর আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। যদিও এর আগে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বজনেরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।

উল্লেখ্য, সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার। সেই মেয়াদ ২৪ মার্চ শেষ হবে। বর্তমানে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ আছেন ৭৬ বছর বয়সি খালেদা জিয়া।

- Advertisement -spot_img

সবশেষ খবর