25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই সন্তান সহ মায়ের মর্মান্তিক মৃত্যু

আরও পড়ুন

:::আল আমিন,নাটোর প্রতিনিধি:::

নাটোরের বড়াইগ্রামের খাকসা উত্তরপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে দুই সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম সোমা আক্তার (৩০), নিহত দুই সন্তানের নাম অনিয়া (১০) ও অমর (৩ বছর ৬ মাস)। অগ্নিকাণ্ডে স্বামী অলি প্রামাণিক (৩৫)কে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিন সেড ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মা এবং দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অলি প্রামাণিক একজন বাস চালক।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, আমরা ঘটনাস্থলে আছি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডে তিনজন নিহত ও একজন আহত হয়েছে।

তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img

সবশেষ খবর