Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন: খোন্দকার বাবলু

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে মহাদেবপুর ইউনিয়ন সরকারি...
Homeআইন ও বিচারচট্টগ্রামে অর্থঋণ জারি মামলায় দুই আসামি গ্রেফতার

চট্টগ্রামে অর্থঋণ জারি মামলায় দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম কোতোয়ালী থানার পুলিশ অর্থঋণ জারি মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (৮ নভেম্বর) রাতে কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহমেদ, রিগান চাকমা ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ ইকবাল হোসাইন (পিতা: মরহুম নূর আহাম্মদ), সাং: এশিয়ান প্রোডাক্টস, নজির আহাম্মদ রোড বাই লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম; যিনি অর্থঋণ জারি মামলা নং- ২৯৫/২৫ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
২) মোঃ জয়নাল আবেদীন (পিতা: কাশেম আলী), সাং: ১১৩, ইকবাল রোড, ফিশারীঘাট, চট্টগ্রাম; তিনি অর্থঋণ জারি মামলা নং- ৯৯৮/২৫ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক