চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম কোতোয়ালী থানার পুলিশ অর্থঋণ জারি মামলার দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৮ নভেম্বর) রাতে কোতোয়ালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহমেদ, রিগান চাকমা ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ ইকবাল হোসাইন (পিতা: মরহুম নূর আহাম্মদ), সাং: এশিয়ান প্রোডাক্টস, নজির আহাম্মদ রোড বাই লেইন, আন্দরকিল্লা, চট্টগ্রাম; যিনি অর্থঋণ জারি মামলা নং- ২৯৫/২৫ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
২) মোঃ জয়নাল আবেদীন (পিতা: কাশেম আলী), সাং: ১১৩, ইকবাল রোড, ফিশারীঘাট, চট্টগ্রাম; তিনি অর্থঋণ জারি মামলা নং- ৯৯৮/২৫ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
