ইবি প্রতিনিধি :
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড— “নৈতিক প্রজন্ম গড়তে হলে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই”, “ধর্মীয় শিক্ষা নৈতিকতার ভিত্তি”, “প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও” ইত্যাদি।
মানববন্ধনে বক্তারা বলেন, “একটি জাতির শিশুরা দশ বছর প্রাথমিক বিদ্যালয়ে পড়েও যদি নামাজ আদায়ের নিয়ম বা সহি কোরআন তেলাওয়াত শিখতে না পারে, তবে সেটি জাতির জন্য চরম ব্যর্থতা। স্বাধীনতার ৫৪ বছর পরও এই দাবি পূরণ না হওয়া দুঃখজনক।”
তারা আরও বলেন, “দেশে সরকারি-বেসরকারি মিলিয়ে লাখের বেশি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ধর্মীয় বিষয় পড়ানো হয়, কিন্তু সেখানে কোনো ধর্মীয় শিক্ষক নেই। ৯০ শতাংশ মুসলিমের দেশে এমন বৈষম্য মেনে নেওয়া যায় না। আমরা চাই, দ্রুত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক।”
