কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছয়জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (৯ নভেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অলোক কর্মকার। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি এস. এম. আহসান কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আক্তারুজ্জামান ও নুর নাহার, গভর্নিং বডির সদস্য রাকিব তালুকদার, কিরণ হালদার এবং মো. নুরুজ্জামান।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছয় কৃতী ছাত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক
