পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় গ্রীণফোর্স বাংলাদেশের উদ্যোগে “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার বিকেলে জিয়ানগর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মো. আজাদ হোসেন বাচ্চু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীণফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এম. এম. হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রীণফোর্স বাংলাদেশের ডেপুটি কো-অর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম এবং জেলা গ্রীণফোর্স সভাপতি মইনুল আহসান মুন্না।
এছাড়া সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেদা আক্তার হেনা, ওয়াহিদ মুরাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মো. মনিরুজ্জামান, উপজেলা দুপ্রক সভাপতি গাজী হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. আরিফুজ্জামান, সাংবাদিক কে. এম. শামীম রেজা এবং ছাত্র প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি নির্মূলে সামাজিক সচেতনতা, শিক্ষা ও নাগরিক দায়িত্ববোধের বিকাশ অপরিহার্য। তাঁরা গ্রীণফোর্স বাংলাদেশের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভাটি সঞ্চালনা করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন।
এই বাংলা/এমএস
টপিক
