বরিশাল প্রতিনিধি :
বরিশালের মেহেন্দীগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে আগুন দিয়ে দুর্বৃত্তরা দুটি ঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নের আকন কান্দি গ্রামে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আব্দুর রহমান ফারুক, ভাসানচর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির, অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরে তাঁর কাছারি ও লাকড়ির ঘরে আগুন দেওয়া হয় এবং তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ককটেলের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন।
ফারুক আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়রা মসজিদের মাইকে ডাক দিয়ে সাহায্য করেন। আগুনে লাকড়ির ঘর ও কাছারিঘর আংশিক পুড়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
