Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeসারাদেশভোলা প্রেসক্লাব সাংবাদিকদের, কোনো রাজনৈতিক দলের নয়: গোলাম নবী আলমগীর

ভোলা প্রেসক্লাব সাংবাদিকদের, কোনো রাজনৈতিক দলের নয়: গোলাম নবী আলমগীর

ভোলা প্রতিনিধি :

ভোলা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেছেন, “ভোলা প্রেসক্লাব হবে সাংবাদিকদের, কোনো রাজনৈতিক দলের নয়। এই প্রেসক্লাব আমার বড় ভাই সাংবাদিকদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন—এটি সাংবাদিকদের আড্ডার স্থানই থাকবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম নবী আলমগীর বলেন, “ভোলার সাংবাদিকদের প্রয়োজনে আমি সবসময় পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

ভোলার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ভোলার চারজন সংসদে যাব ইনশাআল্লাহ—আন্দালিব রহমান পার্থ, আমিনুল হক, সাইফুল ইসলাম নিরব এবং আমি। আমরা যেখান থেকেই নির্বাচিত হই না কেন, সংসদে ভোলার উন্নয়ন নিয়েই কথা বলব।”

তিনি আরও বলেন, “আন্দালিব রহমান পার্থ আমার পরিবারের ঘনিষ্ঠ—তার বাবার সঙ্গে আমার ছিল গভীর বন্ধুত্ব। পার্থ ঢাকায় এমপি হলেও ভোলার উন্নয়নের জন্যই কাজ করবেন।”

ভবিষ্যতে বিএনপি সরকার গঠিত হলে ভোলা-বরিশাল সেতু নির্মাণের অঙ্গীকারও করেন গোলাম নবী আলমগীর। তিনি বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় এলে ভোলা-বরিশাল ব্রিজ হবেই, ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেত এবং সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরন, সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির আহমেদ হাওলাদার, অ্যাডভোকেট সালাউদ্দিন হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক এম এ বারী, ওমর ফারুক, নেয়ামত উল্লাহ, মনির সজল, আলামিন শাহরিয়ার, ইউনুছ শরীফ, আফজাল হোসেন, নাসির লিটন, শিমুল চৌধুরী, শহীদ তালুকদার, মো. ইসতিয়াক আহমেদ, মো. ইয়ামিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক