নাটোর প্রতিনিধি :
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল নাটোরের ঐতিহাসিক উত্তরা গণভবনকে আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার বিকেলে তিনি স্বস্ত্রীক ব্যক্তিগত সফরে উত্তরা গণভবন পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “নাটোরের পরিবেশ, মানুষ এবং ইতিহাস সত্যিই অনন্য। গণভবনের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি এর ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কিত নথি ও সামগ্রী সংরক্ষণ করা জরুরি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল আরও বলেন, নাটোরের যারা বিশ্ববিদ্যালয়ে কর্মরত, তারা অত্যন্ত আন্তরিক ও বন্ধুবৎসল।
উপদেষ্টা পরিষদের সভা বা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, আসিফ নজরুল ব্যক্তিগত সফরে উত্তরা গণভবনে এসেছিলেন।
তথ্যমতে, গণভবন পরিদর্শনের আগে তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি ঘুরে দেখেন। তবে পরে নাটোরের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের কর্মসূচি বাতিল করে সন্ধ্যায় রাজশাহীতে ফিরে যান।
এই বাংলা/এমএস
টপিক
