Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

সৈয়দপুরে প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে কাশীরাম বেলপুকুর শিশুমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ আক্তার ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা-র বিরুদ্ধে অনিয়ম...
Homeক্যাম্পাসইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠিত

ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম সুইট, আর সদস্য সচিব হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী ইয়াশিরুল কবির সৌরভ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানী (২০১৮-১৯), এবং মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া মাহমুদ মীম (২০২০-২১)।

শনিবার (৮ নভেম্বর) কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাদ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাইন, তারেক জাহান জয়, আবু সাঈদ, শিহাব উদ্দীন ও মিনহাজুর রহমান মাহিম।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দীন।
সংগঠক হিসেবে রয়েছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতীম চক্রবর্তী ও সোহান।

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, আরমান হক, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, রিপন ইসলাম রতন, স্বাধীন, জিম, জোবায়ের বিন লতিফ, হিমেল মোল্লা, মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নবনিযুক্ত আহ্বায়ক এস এম সুইট বলেন, “আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।”

সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এই কমিটিতে যারা আছেন বা নেই—সব সহযোদ্ধার সহযোগিতা আশা করি।”

এই বাংলা/এমএস

টপিক