স্টাফ রিপোর্টার :
‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে অংশ নেন।
বৈঠকে উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মদ শান্তর বাবা মো. জাকির হোসেন এবং শহীদ মাহমুদুর রহমানের বোন ও জুলাই ঘোষণাপত্র পাঠকারী সাবরিনা আফরোজ সেবন্তী। এছাড়া ‘চব্বিশের জুলাই গণআন্দোলনে’ আহত মো. ফারহান জামিলও সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া শহীদ মীর মুগ্ধের ছোট ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৈঠকে তারেক রহমান শহীদদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের সঙ্গে থেকে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক
