বগুড়া প্রতিনিধি :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের চিলইল গ্রামে জামায়াত প্রার্থী মাওলানা শাহাদুজ্জামানের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার ধাক্কায় এক দরিদ্র কৃষকের একমাত্র ছাগল মারা যায়। ঘটনাটি ঘটে গত শুক্রবার বিকেলে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা জানায়, ছাগল নিহত হওয়ার পর ক্ষতিপূরণ দাবি করলে কৃষককে জামায়াতের স্থানীয় আমিরের পক্ষ থেকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এতে হতাশ হয় ওই কৃষক পরিবার।
মানবিক দিক বিবেচনায় বিষয়টি জানতে পেরে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ান। তার অর্থায়নে কিচক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কৃষকের বাড়িতে গিয়ে একটি নতুন ছাগল উপহার দেন।
ছাগলটি পেয়ে কৃষক পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান মহসিন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরআলম, সহসভাপতি গাজিউল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, এটিএম জাকারিয়া জুয়েল ও বিএনপি নেতা শফিকুল ইসলাম প্রমুখ।
স্থানীয়রা জানান, গরিব কৃষকের একমাত্র ছাগলটি মারা যাওয়ায় সে অনেক সমস্যায় পড়েছিল। বিএনপির প্রার্থী মানবিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই বাংলা/এমএস
টপিক
